গ্রাফিক্স/ডিজাইনে প্রোফেশনাল কাজে ফটোশপ যেমন ব্যবহার করা হয়, তেমনি নিজেদের ছোটখাটো গ্রাফিক্সের
প্রয়োজনেও আমরা ফটোশপ ব্যবহার করি সব সময় । আমরা কম্পিউটার ব্যবহার করি যেনো কোন কাজ খুব
তারাতারি করতে পারি । তাই সব প্রোগ্রামেই কিবোর্ড শর্টকাট থাকে ।

যারা প্রোফেশনাল তারা সবসময় শর্টকাট ব্যবহার করে থাকেন, তাই তাদের কাজের গতি সবসময় বেশি থাকে । তবে আমরা যারা আন প্রোফেশনাল তাদের প্রায়ই বিভিন্ন টুল নিয়ে ঝামেলায় পড়তে হয়। তাই আসুন ফটোশপের শর্টকার্ট কী গুলো সম্পর্কে জেনে নেই।
পেশাজীবীরা এটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তেমনি নবীনরাও সহজে এটি দিয়ে ছবির কাজ করতে পারেন। ফটোশপ ব্যবহার করে পত্রিকা, বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লিফলেট, পোষ্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায় বলে এটি সকলের পছন্দ।
No comments:
Write comments